পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ২৩৯ ) মুরমর থরহর’—ব্রহ্মাও বিপ্লব কর, রণরঙ্গে মাতো মাগো ঘোরা উন্মাদিনী পারা । ঝলসিয়ে দিশি দিশি, ঘুরাও তড়িত আসি, ছুটাও শোণিত স্রোত ভাসাও বিপুল ধরা। উর কালী কপালিনী, মহাকাল-সীমস্তিনী, লহ জবা পুষ্পাঞ্জলি মহাদেবী পরাৎপর। ২৩২। (বালিকারে লইয়া দস্থ্যগণের প্রবেশ) কাফি । দস্যগণ। দেখ, হে ঠাকুর, বলি এনেছি মোরা । বড় সরেস, পেয়েছি বলি সরেস, এমন সরেস মছলি রাজা জালে না পড়ে ধরা। দেরী কেন ঠাকুর সেরে ফেল’ ত্বরা । କ୍ ଐଏ9 )