পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २७> ) গহনে গহনে কত আর ভ্ৰমিব নিরাশার এ অ tধারে ? শূন্ত হৃদয় আর বহিতে যে পারি না, পারিন গো পারিনা আর । কি ল’য়ে এখন ধরিব জীবন, দিবস রজনী চলিয়া যায়, দিবস রজনী চলিয়া যায়, কতকি করিব বলি কত উঠে বাসনা, কি করিব জানি না গো ! সহচর ছিল যারা ত্যেজিয়া গেল তারা ; ধনুৰ্ব্বাণ ত্যেজেছি ; কোন আর নাহি কাজ । কি করি কি করি বলি হাহা করি ভ্ৰমি গো, কি করিব জানি না যে ! ২৬১ ॥