পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( રક્ત ) কোথা হতে আজি প্রেমের পৱন ছুটেছে (আমার) হৃদয়ে তরঙ্গ কত নেচে উঠেছে | তুমি দাড়াও জুমি যেয়োনা— (আমার) হৃদয়ে তরঙ্গ আজি নেচে উঠেছে ॥২৮৬ রাগিণী মিশ্র—তাল বীপতাল। এ কি মুগন্ধ-হিল্লোল বহিল আজি প্রভাতে, জগত মাতিল তায় । হৃদয়-মধুকর ধাইছে দিশি দিশি পাগল প্রায় ! বরণ বরণ পুষ্প রাজি, হৃদয় খুলিয়াছে আজি, সেই সুরভি-স্বধা করিছে পান, পুরিয়া প্রাণ, সে স্বধা করিছে দান, সে সুধা আনিলে উথলি যায়। ২৮৭ ॥ >动