পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( రిeరి ) আশার অমৃত ঢালি দাও প্রাণে, আশীৰ্ব্বাদ কর আতুর সন্তানে, পথহারা জনে ডাকি গৃহ পানে চরণে হবে রাখিতে হে । প্রেম দাও, শোকে করিতে সাত্বনা, ব্যথিত জনের মুচীতে যন্ত্রণা, তোমার কিরণ করহ প্রেরণ অশ্রু আকুল অণখিতে হে । ৩৫৩ ৷ রাগিণী নটু মল্লার— তাল চৌতাল । চির দিবস নব মাধুরী নব শোভা তব বিশ্বে নব কুসুম পল্লব নব গীত নব আনন্দ । নব জ্যোতি বিভাসিত, নব প্রাণ বিকাশিত, নব গ্রীতি প্রবাহ হিল্লোলে। চারিদিকে চিরদিন নবীন লাবণ্য তব প্রেম নয়ন ছটা । Rలి