পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ooo ) তব অণখি জ্যোতি cडन করে সম্বন গহন তিমির রাতি । চাহিছ হৃদয়ে অনিমেষ নয়নে, ংশয়-চপল প্রাণ কম্পিত ক্রাসে । কোথা লুকাব তোমা হতে স্বামি, এ কলঙ্কিত জীবন তুমি দেখিছ জানিছ, প্রভু ক্ষমা কর হে! তব পদ প্রান্তে বসি একান্তে দাও কঁদিতে আমায় আর কোথা যাই। ৩৫৮ . রাগিণী মিশ্র জয়জয়ন্তী—তাল একতালা। তুমি বন্ধু, তুমি নাথ, নিশিদিন তুমি আমার, তুমি মুখ, তুমি শাস্তি, তুমি হে অমৃত পাথার। তুমিইত আনন্দ লোক জুড়াও প্রাণ, নাশ শোক,• তাপ হরণ তোমার চরণ অসীম শরণ দীন জনার। ü ©© !