পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩৭৯ ) আমাদের ডেকে নিয়ে চরণ তলে রাখ’ ধরে । বাঁধ হে প্রেম-ডোরে । কঠোর পরাণে কুটিল বয়ানে তোমার এ প্রেমের রাজ্য রেখেছি অণধার করে। আপনার অভিমানে জুয়ার দিয়ে প্রাণে গরবে আছি বসে চাহি অাপনা পানে । বুঝি এমনি করে হারবি তোমারে ধূলিতে লুটাইব আপনার পাষাণভারে । তখন কারে ডেকে কাদিব কাতর স্বরে । ৩৮৪ ॥ রাগিণী ইমন কল্যাণ—তাল তেওরা। সত্য মঙ্গল প্রেমময় তুমি ধ্ৰুবজ্যোতি তুমি অন্ধকারে, তুমি সদা যার হৃদে বিরাজে৷ দুখ জালা সেই পশিরে,