পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩৮২ ) চাহ প্রসন্ন নয়নে প্রভু দীন অধীন জমে । চারি দিকে চাই হেরি না কাহারে, কেন গেলে ফেলে একেলা অণধারে, ছের হে, শূন্ত ভবন মম।। ৩৮৯ ॥ রাগিণী ভৈরবী~~তাল বীপতাল । হেরি তব বিমল মুখভাতি দূর হল গহন দুখ-রাতি । ফুটিল মন প্রাণ মম তব চরণ-লালসে দিনু হৃদয় কমল দল পাতি । তব নয়ন-জ্যোতিকণ লাগি, তরুণ রবি-কিরণ উঠে জাগি । নয়ন খুলি বিশ্বজম বদন তুলি চাহিল, তব দরশ পরশ মুখ মাগি। গগন-তল মগন হল শুভ্ৰ তব হাসিতে