পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩৯২ ) কানাড়া—চোতাল । জগতে তুমি রাজা, অসীম প্রতাপ, হৃদয়ে তুমি হৃদয়নাথ হৃদয়হরণরূপ। নীলাম্বর জ্যোতিখচিত চরণপ্রান্তে প্রসারিত · ফিরে সভয়ে নিয়মপথে অনন্ত লোক । নিভূত হৃদয় মাঝে কিবা প্রসন্ন মুখচ্ছবি প্রেমপরিপূর্ণ মধুর ভাতি । ভকত হৃদয়ে তব করুণরস সতত বহে, দীনজনে সতত কর অভয় দান। ৪০৫ ॥ শঙ্করা–চোঁতাল। জাগিতে হবে রে । মোহ নিদ্রা কভু না রবে চিরদিন, ত্যজিতে হইবে সুখ শয়ন অশনি ঘোষণে ।