পাতা:গীতবিতান.djvu/১০৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নৃত্যনাট্য মায়ার খেলা
৯১৭

যারে চাবে তারে পাবে না, যে মন
তোমার আছে যাবে তা’ও।

[প্রস্থান]


শান্তার প্রতি


অমর। যেমন দখিনে বায়ু ছুটেছে,
কে জানে কোথায় ফুল ফুটেছে,
তেমনি আমিও, সখী, যাব—
না জানি কোথায় দেখা পাব।
কার সুধাস্বর-মাঝে  জগতের গীত বাজে,
প্রভাত জাগিছে কার নয়নে,
কাহার প্রাণের প্রেম অনন্ত—
তাহারে খুঁজিব দিক-দিগন্ত।

প্রস্থান


নেপথ্যে চাহিয়া


শান্তা।  আমার  পরান যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো।
তোমা ছাড়া আর এ জগতে মোর  কেহ নাই, কিছু নাই গো।
তুমি সুখ যদি নাহি পাও
যাও  সুখের সন্ধানে যাও—
আমি  তোমারে পেয়েছি হৃদয়মাঝে,
আর কিছু নাহি চাই গো।
আমি  তোমার বিরহে রহিব বিলীন
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী,  দীর্ঘ বরষ মাস।
যদি  আর-কারে ভালোবাস,
যদি  আর ফিরে নাহি আস,
তবে  তুমি যাহা চাও তাই যেন পাও—
আমি যত দুখ পাই গো।