পাতা:গীতবিতান.djvu/১০৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯২৪
পরিশিষ্ট

[পুনঃপ্রবেশ]

প্রমদা।  দূরে দাঁড়ায়ে আছে, কেন আসে না কাছে।
যা তোরা যা সখী, যা শুধা গে
ওই  আকুল অধর আঁখি কী ধন যাচে।
সখীগণ।  ছি ওলো ছি, হল কী, ওগো সখী।
প্রথমা।  লাজবাঁধ কে ভাঙিল।  এত দিনে শরম টুটিল!
তৃতীয়া।  কেমনে যাব।  কী শুধাব।
প্রথমা।  লাজে মরি, কী মনে করে পাছে।
প্রমদা।  যা তোরা যা সখী, যা শুধা গে—
ওই আকুল অধর আঁখি কী ধন যাচে।

অমরের প্রতি


সখীগণ।  ওগো, দেখি, আঁখি তুলে চাও—
তোমার  চোখে কেন ঘুমঘোর।
অমর।  আমি  কী যেন করেছি পান, কোন্  মদিরারস-ভোর।
আমার  চোখে তাই ঘুমঘোর।
সখীগণ।  ছি ছি ছি।
অমর।  সখী, ক্ষতি কী।
এ ভবে  কেহ জ্ঞানী অতি কেহ ভোলা-মন,
কেহ সচেতন কেহ অচেতন,
কাহারো নয়নে হাসির কিরণ  কাহারো নয়নে লোর—
আমার  চোখে শুধু ঘুমধোর।
সখীগণ।  সখা,  কেন গো অচলপ্রায়  হেথা  দাঁড়ায়ে তরুছায়।
অমর।  অবশ হৃদয়ভারে চরণ  চলিতে নাহি চায়,
তাই  দাঁড়ায়ে তরুছায়।
সখীগণ।  ছি ছি ছি।
অমর।  সখী, ক্ষতি কী।
এ ভবে  কেহ পড়ে থাকে কেহ চলে যায়,
কেহ বা আলসে চলিতে না চায়,