পাতা:গীতবিতান.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৯৪
পূজা

দুঃখে যখন মিলন হবে আনন্দলোক মিলবে তবে
সুধায়-সুধায়-ভরা॥

২১১

এক হাতে ওর কৃপাণ আছে, আর-এক হাতে হার।
ও যে ভেঙেছে তোর দ্বার॥
আসে নি ও ভিক্ষা নিতে, না না না— লড়াই করে নেবে জিতে
পরানটি তোমার॥
মরণেরই পথ দিয়ে ওই আসছে জীবন-মাঝে,
ও যে  আসছে বীরের সাজে।
আধেক নিয়ে ফিরবে না রে, না না না— যা আছে সব একেবারে
করবে অধিকার॥

২১২

আগুনের পরশমণি  ছোঁয়াও প্রাণে।
এ জীবন পুণ্য করো  দহন-দানে॥
আমার এই দেহখানি  তুলে ধরো,
তোমার ওই দেবালয়ের  প্রদীপ করো—
নিশিদিন আলোক-শিখা  জ্বলুক গানে॥
আঁধারের গায়ে গায়ে  পরশ তব
সারা রাত ফোটাক তারা  নব নব।
নয়নের দৃষ্টি হতে  ঘুচবে কালো,
যেখানে পড়বে সেথায়  দেখবে আলো—
ব্যথা মোর উঠবে জ্বলে উর্ধ্ব-পানে॥

২১৩

ওরে,  কে রে এমন জাগায় তোকে?
ঘুম কেন নেই তোরই চোখে?