বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতবিতান.djvu/৩৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
প্রেম
২৭৩

বুকে চমক দিয়ে তাই তো ডাক’
ওগো দুখজাগানিয়া॥
এল আঁধার ঘিরে, পাখি এল নীড়ে,
তরী এল তীরে—
শুধু আমার হিয়া বিরাম পায় নাকো
ওগো দুখজাগানিয়া॥
আমার কাজের মাঝে মাঝে
কান্নাহাসির দোলা তুমি থামতে দিলে না যে।
আমায় পরশ ক’রে প্রাণ সুধায় ভ’রে
তুমি যাও যে সরে—
বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাক
ওগো দুখজাগানিয়া॥

গানের ডালি ভরে দে গাে উষার কোলে—
আয় গাে তােরা, আয় গাে তােরা, আয় গাে চলে॥
চাঁপার কলি চাঁপার গাছে  সুরের আশায় চেয়ে আছে,
কান পেতেছে নতুন পাতা গাইবি ব’লে॥
কমলবরণ গগন-মাঝে
কমলচরণ ওই বিরাজে।
ওইখানে তাের সুর ভেসে যাক,  নবীন প্রাণের ওই দেশে যাক,
ওই যেখানে সােনার আলাের দুয়ার খােলে॥

ওরে আমার হৃদয় আমার, কখন তোরে প্রভাতকালে
দীপের মতো গানের স্রোতে কে ভাসালে।
যেন রে তুই হঠাৎ বেঁকে  শুকনো ডাঙায় যাস নে ঠেকে,
জড়াস নে শৈবালের জালে॥