পাতা:গীতবিতান.djvu/৪২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩০৮
প্রেম

তোমার  পথের কাঁটা করব চয়ন,  যে তোমার ধুলার শয়ন
সেথা আঁচল পাতব আমার— তোমার রাগে অনুরাগী।
আমি শুচি-আসন টেনে টেনে  বেড়াব না বিধান মেনে,
যে পঙ্কে ওই চরণ পড়ে তাহারি ছাপ বক্ষে মাগি।


৯২

আমার  নয়ন তোমার নয়নতলে মনের কথা খোঁজে,
সেথায়  কালো ছায়ার মায়ার ঘোরে পথ হারালো ও যে।
নীরব দিঠে শুধায় যত  পায় না সাড়া মনের মতো,
অবুঝ হয়ে রয় সে চেয়ে অশ্রুধারায় ম’জে।
তুমি আমার কথার আভাখানি পেয়েছ কি মনে।
এই-যে আমি মালা আনি,  তার বাণী কেউ শোনে?
পথ দিয়ে যাই, যেতে যেতে  হাওয়ায় ব্যথা দিই যে পেতে—
বাঁশি বিছায় বিষাদ-ছায়া  তার ভাষা কেউ বোঝে।


৯৩

ফুল তুলিতে ভুল করেছি প্রেমের সাধনে।
বঁধু, তোমায় বাঁধব কিসে মধুর বাঁধনে।
ভোলাব না মায়ার ছলে,  রইব তোমার চরণতলে,
মোহের ছায়া ফেলব না মোর হাসি কাঁদনে।
রইল শুধু বেদন-ভরা আশা,  রইল শুধু প্রাণের নীরব ভাষা।
নিরাভরণ যদি থাকি  চোখের কোণে চাইবে না কি—
যদি আঁখি নাই-বা ভোলাই রঙের ধাঁদনে।


৯৪

চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো।
ও রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো।
পাগল হাওয়া বুঝতে নারে ডাক পড়েছে কোথায় তারে—
ফুলের বনে যার পাশে যায় তারেই লাগে ভালো।