পাতা:গীতবিতান.djvu/৫৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বর্ষা
৪৬৯

১০৯

থামাও  রিমিকি-ঝিমিকি বরিষন, ঝিল্লিঝনক-ঝন-নন,  হে শ্রাবণ।
ঘুচাও ঘুচাও স্বপ্নমোহ-অবগুণ্ঠন ঘুচাও।
এসো হে, এসো হে, দুর্দম বীর এসো হে।
ঝড়ের রথে  অগম পথে  জড়ের বাধা যত করো উন্‌মূলন।
জ্বালো জ্বালো বিদ্যুতশিখা জ্বালো,
দেখাও তিমিরভেদী দীপ্তি তোমার দেখাও।
দিগ্বিজয়ী তব বাণী দেহো আনি,  গগনে গগনে সুপ্তিভেদী তব গর্জন জাগাও।

১১০

আজি  পল্লিবালিকা অলকগুচ্ছ সাজালো  বকুলফুলের দুলে,
যেন  মেঘরাগিণীরচিত কী সুর দুলালো কর্ণমূলে।
ওরা  চলেছে কুঞ্জচ্ছায়াবীথিকায়  হাস্যকল্লোল-উছল গীতিকায়
বেণুমর্মরমূখর পবনে তরঙ্গ তুলে।
আজি  নীপশাখায়-শাখায় দুলিছে পুষ্পদোলা,
আজি  কূলে কূলে তরল প্রলাপে যমুনা কলরোলা।
মেঘপুঞ্জ গরজে গুরু গুরু,  বনের বক্ষ কাঁপে দুরু দুরু—
স্বপ্নলোকে পথ হারানু মনের ভুলে।

১১১

ওই  মালতীলতা দোলে
পিয়ালতরুর কোলে  পুব-হাওয়াতে।
মোর  হৃদয়ে লাগে দোলা, ফিরি আপনভোলা—
মোর  ভাবনা কোথায় হারা  মেঘের মতন যায় চলে।
জানি নে কোথায় জাগো  ওগো বন্ধু পরবাসী—
কোন্  নিভৃত বাতায়নে।
সেথা  নিশীথের জল-ভরা কণ্ঠে
কোন্  বিরহিণীর বাণী তোমারে কী যায় ব’লে।