বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতবিতান.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৫৮]
গীতবিতান
তুই ফেলে এসেছিস কারে। ফানী ৩৯৩
তুই যে আমার বুক-চেরা ধন (বাছা, তুই যে আমার) চণ্ডালিকা ৭২২
তুই রে বসন্তসমীরণ। স্বরবিতান ২০ ৭৭৫
তুমি অতিথি, অতিথি আমার। চিত্রাঙ্গদা ৬৯৫
তুমি আছ কোন্ পাড়া। স্বরবিতান ৫১ ৭৭৯
*তুমি আপনি জাগাও মোরে। ব্রহ্মসঙ্গীত ২। স্বরবিতান ও ১২১
তুমি আমাদের পিতা। গীতলিপি ১। স্বরবিতান ৩৬। গীতিচর্চা ১ ১৬২
তুমি আমায় করবে মস্ত লোক। ভৈরবী ৭৯৪
তুমি আমায় ডেকেছিলে। স্বরবিতান ৩ ৩৮৫
তুমি ইন্দ্রমণির হার। শ্যামা ৭৩৩
তুমি উষার সোনার বিন্দু। বাকে। স্বরবিতান ৩ ৫৮৩
তুমি একটু কেবল। গীতলিপি ৬। গীতলেখা ১। গীতাঞ্জলি। স্বর ৩৯ ৩০৯
তুমি একলা ঘরে বসে বসে। গীতপঞ্চাশিকা ২০
তুমি এত আলো জ্বালিয়েছ। দ্রষ্টব্য: এত আলো জ্বালিয়েছ এই ২৩
তুমি এ-পার ও-পার কর কে গো। স্বরবিতান ৬০ ৬৮
তুমি এবার আমায় লহহ। গীতলিপি ৩। গীতাঞ্জলি। স্বর ৩৮ ৫৫
তুমি কাছে নাই বলে। কীর্তন ৮৪৯
তুমি কি এসেছ মোর দ্বারে। স্বরবিতান ১ ৪২
তুমি কি কেবলই ছবি। গীতমালিকা ১ (১৩৪৫ হইতে)। শাপমোচন ৫৭৭
তুমি কি গো পিতা আমাদের। স্বরবিতান ৪৫। গীতিচর্চা ১ ৮৩১
তুমি কি পঞ্চশর ৯৭৫
#তুমি কিছু দিয়ে যাও। স্বরবিতান ৩ (১৩৪৫)। স্বরবিতান ৫ ৫২৬
তুমি কে গো, সখীরে কেন। মায়ার খেলা ৬৭২।৯২৭
তুমি কেমন করে গান করো হে। গীতাঞ্জলি। বাকে। স্বরবিতান ৩৮
তুমি কোন কাননের ফুল। গীতিমালা। স্বরবিতান ১০ ৪১৩
তুমি কোন্ পথে যে এলে পথিক। গীতপঞ্চাশিকা ৫২৮
তুমি কোন ভাঙনের পথে এলে। স্বরবিতান ৫৯ ৩৫৯
তুমি খুশি থাক। স্বরবিতান ৫৬ ৩১
তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে বলে। স্বরবিতান ৮ ১৬৩
*তুমি জাগিছ কে। ব্রহ্মসঙ্গীত ৬। স্বরবিতান ২৬ ১৮৪