বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতবিতান.djvu/৬৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বসন্ত
৫৩৬

মালা পর গো মালা পর্ সুন্দরী—
ত্বরা কর্ গো ত্বরা কর্।
আজি  পূর্ণিমারাতে জাগিছে চন্দ্রমা,
বকুলকুঞ্জ দক্ষিণবাতাসে দুলিছে কাঁপিছে
থরোথরো মৃদু মর্মরি।
নৃত্যপরা বনাঙ্গনা বনাঙ্গনে সঞ্চরে,
চঞ্চলিত চরণ ঘেরি মঞ্জীর তার গুঞ্জরে  আহা।
দিস নে মধুরাতি বৃথা বহিয়ে উদাসিনী হায় রে।
শুভলগন গেলে চলে ফিরে দেবে না ধরা—
সুধাপসরা ধুলায় দেবে শূন্য করি,  শুকাবে বঞ্জুলমঞ্জরী।
চন্দ্রকরে অভিষিক্ত নিশীথে ঝিল্লিমুখর বনছায়ে
তন্দ্রাহারাপিকবিরহকাকলি-কূজিত দক্ষিণবায়ে
মালঞ্চ মোর ভরল ফুলে ফুলে ফুলে গো
কিংশুকশাখা চঞ্চল হল দুলে দুলে দুলে গো।

২৭২

আজি  কমলমুকুলদল খুলিল,  দুলিল রে দুলিল—
মানসসরসে রসপুলকে  পলকে পলকে ঢেউ তুলিল।
গগন মগন হল গন্ধে,  সমীরণ মূর্ছে আনন্দে,
গুন্‌গুন্ গুঞ্জনছন্দে  মধুকর ঘিরি ঘিরি বন্দে—
নিখিলভুবনমন ভুলিল।
মন ভুলিল রে মন ভুলিল।

২৭৩

পুষ্প ফুটে কোন্ কুঞ্জবনে,
কোন্ নিভৃতে ওরে, কোন্ গহনে।
মাতিল আকুল দক্ষিণবায়ু সৌরভচঞ্চল সঞ্চরণে।