বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতবিতান.djvu/৭৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬৩৫

বাল্মীকিপ্রতিভা


প্রথম দৃশ্য


অরণ্য


বনদেবীগণ


সহে না, সহে না, কাঁদে পরান।
সাধের অরণ্য হল শ্মশান।
দস্যুদলে আসি শান্তি করে নাশ,
ত্রাসে সকল দিশ কম্পমান।
আকুল কানন, কাঁদে সমীরণ,
চকিত মৃগ, পাখি গাহে না গান।
শ্যামল তৃণদল শোণিতে ভাসিল,
কাতর রোদনরবে ফাটে পাষাণ।
দেবী দুর্গে, চাহো, ত্রাহি এ বনে—
রাখো অধীনী জনে, করো শান্তিদান।

প্রস্থান


প্রথম দস্যুর প্রবেশ


আঃ  বেঁচেছি এখন।  শর্মা  ও দিকে আর নন।
গোলেমালে ফাঁকতালে পালিয়েছি কেমন।
লাঠালাঠি কাটাকাটি  ভাবতে লাগে দাঁতকপাটি,
তাই, মানটা রেখে প্রাণটা নিয়ে সটকেছি কেমন—
আহা  সটকেছি কেমন।
আসুক তারা আসুক আগে,  দুনোদুনি নেব ভাগে,
স্যান্তামিতে আমার কাছে দেখব কে কেমন।
শুধু  মুখের জোরে, গলার চোটে  লুট-করা ধন নেব লুটে,
শুধু  দুলিয়ে ভুঁড়ি বাজিয়ে তুড়ি করব সরগরম—
আহা  করব সরগরম।