পাতা:গীতবিতান.djvu/৮৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভানুসিংহ ঠাকুরের পদাবলী
৭৫৫

নিঠুর শ্যাম রে, কৈসন অব তুঁহুঁ  রহই দূর মথুরায়—
রয়ন নিদারুণ কৈসন যাপসি,  কৈস দিবস তব যায়!
কৈস মিটাসি প্রেমপিপাসা,  কঁহা বজাওসি বাঁশি!
পীতবাস তুঁহুঁ কথি রে ছোড়লি,  কথি সো বঙ্কিম হাসি!
কনকহার অব পহিরলি কণ্ঠে,  কথি ফেকলি বনমালা!
হৃদিকমলাসন শূন্য করলি রে, কনকাসন কর আলা!
এ দুখ চিরদিন রহল চিত্তমে,  ভানু কহে— ছি ছি কালা!
ঝটিতি আও তুঁহুঁ হমারি সাথে,  বিরহব্যাকুল বালা।

সজনি সজনি রাধিকা লো,  দেখ অবহুঁ চাহিয়া
মৃদুলগমন শ্যাম আওয়ে  মৃদুল গান গাহিয়া।
পিনহ ঝটিত কুসুমহার, পিনহ নীল আঙিয়া।
সুন্দরি সিন্দূর দেকে  সীঁথি করহ রাঙিয়া।
সহচরি সব নাচ নাচ  মিলনগীত গাও রে,
চঞ্চল মঞ্জীররাব  কুঞ্জগগন ছাও রে।
সজনি, অব উজার’ মঁদির  কনকদীপ জ্বালিয়া,
সুরভি করহ কুঞ্জভবন  গন্ধসলিল ঢালিয়া।
মল্লিকা চমেলি বেলি  কুসুম তুলহ বালিকা,
গাঁথ যূথি, গাঁথ জাতি,  গাঁথ বকুলমালিকা;
তৃষিতনয়ন ভানুসিংহ  কুঞ্জপথম চাহিয়া—
মৃদুলগমন শ্যাম আওয়ে  মৃদুল গান গাহিয়া।

বঁধুয়া, হিয়া-পর আও রে!
মিঠি মিঠি হাসয়ি, মৃদু মধু ভাষয়ি,  হমার মুখ-’পর চাও রে!
যুগ-যুগ-সম কত দিবস ভেল গত,  শ্যাম, তু আওলি না—
চন্দ-উজর মধু-মধুর কুঞ্জ-’পর  মুরলি বজাওলি না!