পাতা:গীতবিতান.djvu/৯৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গানের বহি
৮৪৩

গৃহ ছেড়ে পথে এসে  বসে আছি ম্লানবেশে,
আমারো হৃদয়ে করো আসন রচনা।
জানি আমি, আমি তব মলিন সন্তান—
আমারেও দিতে হবে পদতলে স্থান।
আপনি ডুবেছি পাপে, কাঁদিতেছি মনস্তাপে—
শুন গো আমার এই মরমবেদনা।

৪৫

ফিরো না ফিরো না আজি— এসেছ দুয়ারে।
শূন্য প্রাণে কোথা যাও শূন্য সংসারে।
আজ তাঁরে যাও দেখে,  হৃদয়ে আনো গো ডেকে—
অমৃত ভরিয়া লও মরমমাঝারে।
শুষ্ক প্রাণ শুষ্ক রেখে কার পানে চাও।
শূন্য দুটো কথা শুনে কোথা চলে যাও।
তোমার কথা তাঁরে কয়ে  তাঁর কথা যাও লয়ে—
চলে যাও তাঁর কাছে রাখি আপনারে।

৪৬

সবে মিলি গাও রে, মিলি মঙ্গলাচরো।
ডাকি লহো হৃদয়ে প্রিয়তমে।
মঙ্গল গাও আনন্দমনে।  মঙ্গল প্রচারো বিশ্বমাঝে।

৪৭

স্বরূপ তাঁর কে জানে, তিনি অনন্ত মঙ্গল—
অযুত জগত মগন সেই মহাসমুদ্রে।
তিনি নিজ অনুপম মহিমামাঝে নিলীন—
সন্ধান তাঁর কে করে, নিষ্ফল বেদ বেদান্ত।
পরব্রহ্ম, পরিপূর্ণ, অতি মহান—
তিনি আদিকারণ, তিনি বর্ণন-অতীত।