পাতা:গীতবিতান.djvu/৯৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

গিয়াছে সে দিন যে দিন হৃদয়  রূপেরই মােহনে আছিল মাতি,
প্রাণের স্বপন আছিল যখন—  ‘প্রেম’ ‘প্রেম’ শুধু দিবস-রাতি।
শান্তিময়ী আশা ফুটেছে এখন  হৃদয়-আকাশপটে,
জীবন আমার কোমল বিভায়  বিমল হয়েছে বটে,
বালককালের প্রেমের স্বপন  মধুর যেমন উজল যেমন
তেমন কিছুই আসিবে না—
তেমন কিছুই আসিবে না।

সে দেবীপ্রতিমা নারিব ভুলিতে  প্রথম প্রণয় আঁকিল যাহা,
স্মৃতিমরু মাের শ্যামল করিয়া  এখনাে হৃদয়ে বিরাজে তাহা।
সে প্রতিমা সেই পরিমলসম  পলকে যা লয় পায়,
প্রভাতকালের স্বপন যেমন  পলকে মিশায়ে যায়।
অলসপ্রবাহ জীবনে আমার  সে কিরণ কভু ভাসিবে না আর—
সে কিরণ কভু ভাসিবে না—
সে কিরণ কভু ভাসিবে না।

মন হতে প্রেম যেতেছে শুকায়ে, জীবন হতেছে শেষ।
শিথিল কপােল, মলিন নয়ন, তুষারধবল কেশ।
পাশেতে আমার নীরবে পড়িয়া অযতনে বীণাখানি—
বাজাবার বল নাহিক এ হাতে, জড়িমাজড়িত বাণী।
গতিময়ী মাের সহচরী বীণা, হইল বিদায় নিতে।
আর কি পারিবি ঢালিবারে তুই অমৃত আমার চিতে।
তবু একবার, আর-একবার, তাজিবার আগে প্রাণ
মরিতে মরিতে গাইয়া লইব সাধের সে-সব গান।
দুলিবে আমার সমাধি-উপরে তরুগণ শাখা তুলি—
বনদেবতারা গাহিবে তখন মরণের গানগুলি।

৮৭১