পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ২৫ ]
যোগিয়া গান্ধার। তাল জলদ্ তেতালা৷

 তোমা বিনে কেহ যদি অন্য নাহি জানে।
ক্ষতি কি তোমার হবে তাহারে দেখনে॥ ১ ॥

 কেমনে রহিব প্রাণ না দেখিয়ে তোমারে।
চকোরী কি হয় সুখী ন হেরে শশীরে॥
প্রাণ বিনে শূন্যদেহ থাকে কি প্রকারে।
শশী বিনে নিশি কোথা বল শোভা করে॥ ১ ॥

ভাটিয়ারি। তাল জলদ্ তেতালা৷

 আমি হে তোমার প্রাণ অতি সেহাগিনী।
যখন দেখহ মোরে, পাও কত মণি॥
যদি থাকহ অন্তর, তোমার বিরহ শর,
বলে মোর কানে২ সুখে থাক ধনী॥ ১ ॥
তোমার প্রিয় বচন, শুনিলে সুখী শ্রবণ,
তব আদরে শরীর হরষিত জানি॥ ২ ॥

 আমার মনমোহিনী তুমি আমি জানি।
হরিয়ে লইয়ে মনঃ হলে সোহাগিনী॥
মনের অধিক ধন, আর কোথা আছে জান।
সে ধন তোমার কাছে, আছে বিনোদিনী॥ ১ ॥
করিলে অতি যতন, তবেত থাকে রতন,
অযতনে ধন কোথা থাকে ওলো ধনি॥ ২ ॥