পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ২৮ ]
মালকোষ রাগ। তাল হরি৷

 মনে করি ভুলে তোরে থাকিব সুখেতে।
না দেখিলে দহে প্রাণ, মরি হে দুখেতে॥
কি জানি কেমন আঁখি, না দেখিলে সদা দুখী,
প্রাণ কহে বলদেখি, করি কি ইহাতে॥ ১ ॥
নিদয় হইয়ে কেন, চাতুরী করহ প্রাণ,
আপন হইলে তারে, হয় কি ত্যজিতে॥ ২ ॥

 নয়নজালে ঘেরিলে সকল ও মৃগনয়নি।
মনকরী মোর, পলাবার পথ তার,নাহি হেরি বিনোদিনী॥
হেতু নিজ প্রয়োজন, যদি করিলে এমন,
সহাস্য বদনে, তোষ অমিয় বচনে, উচিত হয়লো ধনি॥ ১

 মদনের শান্ত কর কান্ত সরস বসন্ত।
করে মলয়া মারুত, মনোজেরে রোষান্বিত, এমন দুবন্ত॥
কোকিল মন্ত্রিণী তায়,যার খায় তার গায়,তাহারি নিতান্ত।
ফুলগণ দেয় তাল, অলিকুল কোলাহল, সকলি অশান্ত॥ ১

 ঈষৎ হাসিয়ে হরিল আমার প্রাণ বিধুবদনী।
কিবা শোভা তার, কুন্তলের ভার, নিবিড় নীরদ জিনি॥
ভুরু শরাসন, তাহে কামগুণ, পঞ্চ বাণ বিনোদিনী।
আকর্ণ পূরিয়ে, ভুজ বিনে প্রিয়ে, সন্ধান করিছ ধনি৷
প্রভাতে অরুণ, যেন দীপ্তিমান, শ্রবণে কুণ্ডল গুণি।
হেরে যে কুণ্ডল, হৃদয় কমল, প্রফুল্ল হয় তখনি॥ ২