পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দোল রাগ । তাল হরি । মিলেছে সুখে থাকুক, ন শুনে সেথ মরুক, দুখ বোধ হলে কেহু, কোথা থাকয়ে কথন । ২ { হিন্দোল বেহাগ । ত1ল হরি ; সুরস রুচির কুসুমে কন্টক কে করিল । জগ বসারাধিত মণি, কেন ফণিরে সপিল । যে ৰূপ খেদ ইহাতে, কি ৰূপে পারি বুঝাতে, পুর আলো করে শশি তাহে কলঙ্ক রচিল । ১ । অতএব হয় মনে, মিলিব তাহার সনে, দুখ নাহি সুখ যথা, সেথা রহিতে হুইল । ই ॥ ললিত । তাল জলদ তেতাল । পিরীক্তি পরম সু- সেই সে জানে । বিরহে ন ৰহে মীর, যাহার নয়নে । থাকিতে বাসনা, যার চন্দন বনে । ভুজঙ্গেরে ভয় সেহ, করে কি কখনে । ১ । যতন করি হে যtহারে থাকে সে বসন্তরে । যাহারে না চাহি অামি ত্যজেন জামারে ।