পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১০

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

৯৮

গীতাঞ্জলি

৮৬

একা আমি ফিরব না আর
এমন করে-
নিজের মনে কোণে কোণে
মােহের ঘােরে।
তােমার  একলা বাহুর বাধন দিয়ে
ছােট করে ঘিরতে গিয়ে
শুধু এ আপনারেই বাঁধি
আপন ডােরে।

যখন আমি পাব তােমায়
নিখিল মাঝে
সেইখানে হৃদয়ে পাব
হৃদয়-রাজে।
এই  চিত্ত আমার বৃন্ত কেবল,
তারি পরে বিশ্বকমল;
তারি পরে পূর্ণ প্রকাশ
দেখাও মােরে॥


২ আষাঢ় ১৩১৭