বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১১২
গীতাঞ্জলি

১০০


আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে,
আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে।
 এই পুরাতন হৃদয় আমার আজি
 পুলকে দুলিয়া উঠেছে আবার বাজি,
 নুতন মেঘের ঘনিমার পানে চেয়ে।
আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে।

 রহিয়া রহিয়া বিপুল মাঠের পরে
 নব তৃণদলে বাদলের ছায়া পড়ে।
 “এসেছে এসেছে” এই কথা বলে প্রাণ,
 “এসেছে, এসেছে” উঠিতেছে এই গান,
 নয়নে এসেছে, হৃদয়ে এসেছে ধেয়ে।
 আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে।

১০ আষাঢ় ১৩১৭