পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

গীতাঞ্জলি

১৩৩

১১৭

ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্ণতা
মরণ, আমার মরণ, তুমি কও আমারে কথা
সারাজনম তােমার লাগি
প্রতিদিন যে আছি জাগি,
তােমার তরে বহে বেড়াই
দুঃখসুখের ব্যথা;
মরণ, আমার মরণ, তুমি
কও আমারে কথা।