বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
গীতাঞ্জলি
২১
১৮

কোথায় আলো কোথায় ওরে আলো!
বিরহানলে জ্বালোরে তীরে জ্বালো।
রয়েছে দীপ না আছে শিখা
এই কি ভালে ছিলরে লিখা!
ইহার চেয়ে মরণ সে যে ভালো।
বিরহানলে প্রদীপখানি জ্বালো।

বেদনা দূতী গাহিছে “ওরে প্রাণ,
তোমার লাগি জাগেন ভগবান!
নিশীথে ঘন অন্ধকারে
ডাকেন তোরে প্রেমাভিসারে,