পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
গীতাঞ্জলি
৩৫

ধূলাতে বসিয়া দ্বারে
ভিখারী হৃদয় তারে
তোমারি করুণা মাগে!
কৃপা নাই পাই
শুধু চাই,
সেও মনে ভালো লাগে।
আজি এ জগত মাঝে
কত মুখে কত কাজে
চলে গেল সবে আগে।
সাথী নাই পাই
তোমায় চাই।
সেও মনে ভালো লাগে।
চারিদিকে সুধাভরা
ব্যাকুল শ্যামল ধরা
কাঁদায় রে অনুরাগে।
দেখা নাই পাই
ব্যথা পাই,
সেও মনে ভালো লাগে।

১৪ ভাদ্র ১৩১৬