এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
গীতাঞ্জলি
৬১
দ্বারের কাছে তিনি মোদের
এগিয়ে দিয়ে যান;—
মনের সুখে ধাইরে পথে,
আনন্দে গাই গান।
দিনের শেষে ফিরি যখন
নানান কাজের পরে,
দেখি তিনি একলা বসে
আমাদের এই ঘরে।
তিনি জেগে বসে থাকেন
আমাদের এই ঘরে,
আমরা যখন অচেতনে
ঘুমাই শয্যা'পরে।
জগতে কেউ দেখ্তে না পায়
লুকানো তার বাতি,
আঁচল দিয়ে আড়াল করে
জ্বালান সারা বাতি।
ঘুমের মধ্যে স্বপন কতই
আনাগোনা করে,
অন্ধকারে হাসেন তিনি
আমাদের এই ঘরে।
পৌষ ১৩১৬