পাতা:গীতালি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৫৩

ওরে ভীরু, তোমার হাতে
নাই ভুবনের ভার।
হালের কাছে মাঝি আছে,
করবে তরী পার।
তুফান যদি এসে থাকে
তোমার কিসের দায়-
চেয়ে দেখো ঢেউয়ের খেলা,
কাজ কি ভাবনায়।
আসুক-নাকো গহন রাতি,
হোক-না অন্ধকার-
হালের কাছে মাঝি আছে,
করবে তরী পার॥


পশ্চিমে তুই তাকিয়ে দেখিস
মেঘে আকাশ ডোবা;
আনন্দে তুই পুবের দিকে
দেখ্‌-না তারার শোভা।

৬৪