498b* শিব গীতা । অথবা কিং বহুক্তেন ময়ৈবোৎপাদিতং জগৎ । ময়ৈব পাল্যতে নিত্যং ময়া সংহিয়তেইপি চ ॥ ৩৬ ॥ অহমেকো জগন্ম ত্যুমুত্যোরপি মহীপতে । গ্রসেইহমেব সকলং জগদেতচ্চরাচরমূ ॥ ৩৭ ॥ মম বক্তগতা: সৰ্ব্বে রাক্ষস যুদ্ধদুগ্ধদাঃ । নিমিত্তমাত্রং ত্বং হুয়াঃ কীৰ্ত্তিমাঙ্গাসি সঙ্গরে ॥ ৩৮০ ইতি শ্ৰীপদ্মপুরাণে শিবগীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শিবরাঘবসংবাদে রামায় বরপ্রদানং নাম পঞ্চমোহ ধ্যায়: n ৫ । ہےـ یہ-پ= ------ ہند-ایچ--یہ ষষ্ঠোহধ্যাযঃ ! শ্রীরাম উবাচ । ভগবগ্নত্ৰ মে চিত্ৰং মঙ্গদেতৎ প্রজায়ণ্ডে । শুদ্ধস্ফটিকসংকাশস্ত্রিনেত্রশচন্দ্রশেখরঃ ॥ ১ । তথায় অস্ত্রের প্রয়োগ করিবে না । শক্রগণ যখন নিরস্ত্র বা অল্পশস্ত্রসম্পন্ন হইয়া পলায়ন করিতে উদ্যত হয়, তখন দিব্য অস্ত্র ক্ষেপণ করিবে না, করিলে সেই অস্ত্রের দ্বারা নিজেরই বিনাশ সাধিত হইয়া থাকে ॥৩৫ ॥ অথবা তোমাকে আর অধিক বলিয়া ফল কি ? এই জগৎ আমিই উৎপাদন করিয়াছি, আমিই সতত পালন করিতেছি এবং আমিই সংহার কবিতেছি। হে মহীপতে ! এক আমিই জগতের বিনাশক, আমি মৃত্যুরও মৃত্যুস্বরূপ অর্থাৎ আমা দ্বারা মৃত্যুও বিনাশপ্রাপ্ত হয়। এই স্থাবরজঙ্গমাত্মক নিখিল জগৎ আমি গ্রাস করিযা রহিয়াছি । ঐ যুদ্ধছুশ্বদ সমস্ত রাক্ষসই আমাব মুখমণ্ডলে বর্তমান রহিয়াছে, অতএব তুমি ইহাদের বিনাশ-বিষয়ে নিমিত্তমাত্র হইয়া যুদ্ধে কীৰ্ত্তিলাভ করিবে ॥ ৩৬–ং৮ ॥ শ্রীরাম বলিলেন, ভগবন্ ! আপনার বাক্য শ্রবণে আমার নিতান্তই আশ্চৰ্য্য বোধ হইতেছে। আপনি শুদ্ধস্ফটিকসদৃশ, ত্রিনেত্র, চক্ষণ" যুক্তি
পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/৩৫৫
অবয়ব