পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/৩৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లి$$ শিৰ গীতা । ফণিকঙ্কণভূষাঢ্যং নাগযজ্ঞোপবীতিনমূ । ব্যাঘ্রচর্শ্বেfত্তরীয়ঞ্চ বিদ্যুৎপিঙ্গজটাধরম্ ॥ ৪৩ ॥ একাকিনং চন্দ্রমৌলিং বরেণ্যমভয়প্রদম্। চতুৰ্ভুক্ত খণ্ডপরশুং মুগহস্তং জগৎপতিম্ ॥ ৪৪ ৷ অর্থাঙ্গয়া পুরস্তস্ত প্রণম্যোপবিবেশ সঃ। অর্থাহ রামং দেবেশে যদ্বযৎ প্রন্থ,মভৗচ্ছসি। তং সৰ্ব্বং পুচ্ছ রাম ত্ব" মত্তো নাগোহস্তি তে গুরুঃ ॥ ৪৫ ৷ ইতি শ্ৰীপদ্মপুরাণে উপরিভাগে শিবগীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশk শিবরাঘব-সংবাদে বিশ্বরূপদৰ্শনং নাম সপ্তমোং ধ্যায়ঃ ॥ ৭ ॥ অষ্টমোহধ্যায় । শ্রীরাম উবাচ । পাঞ্চভৌতিকদেহস্ত চোৎপত্ত্বিৰিলয়ঃ স্তিতিঃ । স্বরূপঞ্চ কথং দেহে ভগবন বক্ত মৰ্হসি ॥ ১ ॥ নেত্রে দৃষ্টপাত করির। দেখিতে পাইলেন যে, ত্রিলোচন, পঞ্চানন, নীলকণ্ঠ শিব ব্যাঘ্রচর্শ্বোপরি সমাসীন রহিয়াছেন। তাঙ্গর পরিপেয় ব্যাঘ্ৰচৰ্ম্ম, সৰ্ব্বাঙ্গ বিভূতি দ্বারা ভূষিদ্ধ, হস্ত ফণিরূপ কঙ্কণে সমলন্ধত এবং তিনি নাগযজ্ঞোপবীতধারী । তাহার উত্তরীর ব্যাঘ্ৰচৰ্ম্ম এবং জটা বিড়াতের নৃশয় পিঙ্গলবর্ণ ॥ ৪১-৪৩ ৷ - ইনি একাকী, চন্দ্রমৌলি, বর ও অভয়দাতা, চতুভূজ, থওপরশু, মৃগহস্ত এবং ইনি জগৎপতি। এতাদৃশ মহেশ্বরকে রাম-দৰ্শন করত প্ৰণাম করিলেন। অনস্তুর উtহার আদেশে তাহারই পুরোভোগে উপবেশন করিলেন। অতঃপর দেবেশ শম্ভু রামকে বলিলেন, হে রাম! তুমি যাঙ্গ কিছু প্রশ্ন করিতে ইচ্ছা কর, তৎসমস্তই আমাকে জিজ্ঞাসা করিতে পার । আমি ব্যতীত অঙ্ক স্কার কেহই তোমার গুরু নাই ॥ ৪৪-৪৫ ৷ ঐরাম জিজ্ঞাসা করিলেন, হে ভগবন্‌ ! সুহ্মদেহে অর্থাৎ লিঙ্গদেহে এই পাঞ্চভৌতিক দেহের উৎপত্তি, স্থিতি ও লয় কেমন করিয়া হইতে পারে, তাছা জাপনি বলুন ॥ ১ ।