পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/৪৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিৰ গীতা । 880 सब ७ष्ट्रः । অঙ্কপ্রভৃতি নং স্থত ত্বমাচাৰ্য্যঃ পিতা গুরুঃ । অবিদ্যায়াঃ পরং পারং যম্মাত্তাররিতাসি নঃ ॥ ৬৬ ৷ উৎপাদকত্ৰন্ধদাত্রোর্গরীয়ান ব্ৰহ্মদঃ পিতা। তস্মাৎ স্থতাত্মজ ! ত্বত্ত: সত্যং নান্তোহস্তি নো গুরুঃ ॥ ৬% । ব্যাস উবাচ । ইত্যুক্ত । প্রযযুঃ সৰ্ব্বে সাংসন্ধ্যামুপাসিতুম্। স্তবস্ত: স্থতপুত্ৰং তে সস্তুষ্ট গোমতীতটম্॥ ৬৮ ॥ ইতি শ্ৰীপদ্মপুরাণে উপরিভাগে শিবগীতাসুপনিষৎমু ব্ৰহ্মবিদ্যায়। যোগশাস্ত্রে শিবরাঘবসংবাদে গীতাধিকারিনিরূপণং নাম ষোডশোহ ধ্যায়ঃ ॥ ঋষিগণ বলিলেন, হে স্থত । অদ্য হইতে আপনি আমাদের আচাৰ্য্য, পিতা ও গুরুস্থানীয় হইলেন, যেহেতু, আমরা আপনার দ্বারাই অবিদ্যার পরপারে উত্তীর্ণ হইয়াছি ॥৬৬। হে স্থতাযুজ । উৎপাদক ও ব্রহ্মদাতার মধ্যে ব্ৰহ্মদতাই শ্রেষ্ঠ , অতএব আপনি ব্যতীত আর আমাদের কেহই গুরু নাই ॥ ৬৭ ৷ ব্যাস বলিলেন, সমস্ত ঋষিগণ সন্তুষ্ট হইয়া এই প্রকারে সূত-পুত্রের স্তব করত সারসন্ধ্যোপাসনকরার নিমিত্ত গোমতীতটে সমাগত হইলেন ॥৬৮ ॥ শিৰগীতা সমাপ্ত।