এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
দুদিনের তরে হীনতা সহিছে,
জাগিবে আবার জাগিবে ।
আসিবে শিল্প ধন বাণিজ্য,
আসিবে বিদ্যা বিনয় বীর্য,
আসিবে আবার আসিবে ।
বলো বলো বলো সবে, শত বীণা-বেণু-রবে,
ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে ।
ধর্মে মহান্ হবে, কর্মে মহান্ হবে,
নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পূরবে ।
এসো হে কৃষক কুটীরনিবাসী,
এসো অনার্য গিরিবনবাসী,
এসো হে সংসারী, এসো হে সন্ন্যাসী,
মিল' হে মায়ের চরণে ।
এসো অবনত, এসো হে শিক্ষিত,
পর-হিত-ব্রতে হইয়া দীক্ষিত,
মিল’ হে মায়ের চরণে ।
এসো হে হিন্দু, এসো মুসলমান,
এসো হে পারসী, বৌদ্ধ, খৃস্টিয়ান,
মিল' হে মায়ের চরণে ।
মিশ্র খাম্বাজ