বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$8. কেন এলে তবে মানবের ভবে রবে যদি নিজ কাজে ? সবাকার মান হোক তব মান, অপমান পর-লাজে — সে দিন কবে বা হবে ? জাতিকুল-অভিমান, দ্বেষ-নিন্দা-ভেদজ্ঞান, ভারতে আনিল মরণ— ভাই হে । কবে হবে এ স্বমতি, সবার উন্নতি হইবে সবারই সাধন— হেন সাধন আর নাই হে । এ-হেন সাধনে জীবনে মরণে পুজিব হে প্রেমসিন্ধু । মোরা পুজিব তোমায় সেবার কুসুম কুড়াইয়া, নিজের পুজা ঘুচাইয়া, পরের দুঃখ ঘুচাইয়া, ভারতের আশা পুরাইয়া । তব পদে ঠাই যেন সবে পাই– দয়া করে৷ দীনবন্ধু। - ওহে দীনবন্ধু, তুমি দীনজনের লও প্রণতি, নমো দীনবন্ধু । কীর্তন