এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪৭
ভোল্ রে, ভোলা, ভোল্।
ভুলে যা কাঁটার ব্যথা,
ফুলগুলি তুই তোল্।
কে গেল ছলন করে
কে গেল দলন করে
এখনও তাই ভেবে কি
চিত্তে দিবে দোল্।
ভোল্ রে ভোলা, ভোল্।
যে তোরে খুঁজি খুঁজি
হরে লয় সকল পুঁজি
তারে তুই বন্ধু জেনে
অঙ্গে দে রে কোল।
দাঁড়া তুই সবার পিছু,
যে নিচু সেই তো উঁচু,
ভুলে যা দশের নিন্দা,
যশের উচ্চ রোল।
ভোল্ রে ভোলা, ভোল্।
১৭৫