বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

১৭৩

ডাকে কোয়েলা বারে বারে,
‘হা মোর কান্ত, কোথা তুমি হা রে’;
চিত্ত-পিক চিতনাথে ফুকারে।

বাজিছে বংশী মন-বনমাঝে,
এমন সময়ে সে কোথা বিরাজে?
পুষ্পে পরিমল ফুলবঁধু যাচে—
এসো বঁধুয়া নিকুঞ্জদুয়ারে।

গৌড় মল্লার

২০৩