পাতা:গীতিমাল্য-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৮

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।


আপন গান যে দূরে, তাহার
নিয়ড়ে নাই।
গুণীর পরশ পেয়ে সে যে
শিহরে নাই॥

৮ চৈত্র ১৩২০

শান্তিনিকেতন

৯৮