বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতিমাল্য-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২৪

হার-মানা হার পরাব তােমার গলে।
দূরে রব কত আপন বলের ছলে।
জানি আমি জানি, ভেসে যাবে অভিমান
নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে প্রাণ,
শূন্য হিয়ার বাঁশিতে বাজিবে গান,
পাষাণ তখন গলিবে নয়নজলে॥

শতদল-দল খুলে যাবে থরে থরে,
লুকানাে রবে না মধু চিরদিনতরে।
আকাশ জুড়িয়া চাহিবে কাহার আঁখি,
ঘরের বাহিরে নীরবে লইবে ডাকি,
কিছুই সেদিন কিছুই রবে না বাকি,
পরম মরণ লভিব চরণতলে॥

৭ বৈশাখ ১৩১৯ শান্তিনিকেতন

৩৮