বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতিমাল্য-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৩০

সুন্দর বটে তব অঙ্গদখানি
তারায় তারায় খচিত-
স্বর্ণে রত্নে শোভন লোভন, জানি,
বর্ণে বর্ণে রচিত।
খড়্‌গ তোমার আরো মনোেহর লাগে
বাঁকা বিদ্যুতে আঁকা সে,
গরুড়ের পাখা রক্তরবির রাগে
যেন গো অস্ত-আকাশে।
জীবনশেষের শেষ জাগরণসম
ঝলসিছে মহাবেদনা-
নিমেষে দহিয়া যাহা কিছু আছে মম
তীব্র ভীষণ চেতনা।
সুন্দর বটে তব অঙ্গদখানি
তারায় তারায় খচিত-
খড়্‌গ তোমার, হে দেব বজ্রপাণি,
চরম শোভায় রচিত॥

২৫ জুন ১৯১২

The Heath

2 Holford Road

Hampstead

৪৪