এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
যাব তোমার সাথে
দাও সে দখিন-হস্ত।
লড়ব তোমার রণে
দাও সে তোমার অস্ত্র॥
জাগব তোমার সত্যে
দাও সেই আহ্বান।
ছাড়ব মুখের দাস্য,
দাও দাও কল্যাণ॥
৭ পৌষ [১৩২০]
শাস্তিনিকেতন
৬৮