পাতা:গোপাল কামিনী.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপক্রমণিকা । & তবে এই নগর মধ্যেই কোন ব্যবসায় বাণিজ্য করিবার উদ্যোগ করি” । ধনপতি, প্রিয়তম কনিষ্ঠ পুণ্ডের সাহসীভাবের কথা শুনিয়া ঈষৎ সহাস্যুবদনে তাহার চিবুকে হাত দিয়া কহিলেন “এই ত বাবা! তুমি এত সাহসহীন! বেণিয়ার ছেলিয়া হইয়া কি এত ভয় করিলে চলে ! তোমার ত বাছা ষোল বৎসর বয়ঃক্রম হুইয়াছে । আমি তোমার মত বয়সে দেশদেশান্তর বেড়াইয়া এক প্রকার কৃতকার্য হইয়াছিলাম । বণিক্‌ হইয়া স্বদেশে বসিয়াই বাণিজ করিব একথা বলিলে সাজে মা ! ছিঃ! ছি! বাছা তোমার এত ভয়! ভয় পরিত্যাগ কর এবং সাহসী ও পরিশ্রমী হও । দ্বাদশ বৎসর বয়ঃক্রমের বালক বালিকা গোপাল ও কামিনীর পরিশ্রম ও সাহসাদির কথা যদি শুবণ কর তালু হইলে তোমাকে চমৎকৃত ও অবাক হইতে হইবেক । তাহারা ক ৩