পাতা:গোপাল কামিনী.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> & 8 গোপাল কামিনী । বৎস ! ਬ੍ਰਿ গোপাল কামিনীর কথা শুনিলে, গৃহে থাকিলে কখনই ত্রর মুখ দর্শন হয় না। বিশেষতঃ বণিক জাতির পক্ষে ইহা কখনই শ্ৰেয়স্কর নয়। বণিকৃদিগকে দেশদেশাস্তরে পৰ্যটন করিতে হয়, বাণিজ্য দ্রব্যের ভাব বুঝিতে হয়। ক্রয় বিক্রয়াদির উপযুক্ত সময় বিবেচনা করিতে হয়। কিসে লাভ কিসে বা অলাভ হয়, তাহারও তত্ত্ব লইতে এবং তথ্য জানিতে হয় । স্বদেশে থাকিয়া বাণিজ্যের অনুষ্ঠান করিলে বিশেষ ফল ফলে না। আমার মতে স্বদেশে ব্যবসায় করা এক প্রকার বিড়ম্বনামাত্র। প্রদত্ত গোপাল ও কামিনীর সাহসাদির বৃত্তান্ত ও তাহার প্রতিফলের কথা শুনিয়া অত্যন্ত চমৎকৃত হইল, এবং উদ্যোগী হইয়া পিতার সমীপে নিবেদন করিল, পিতঃ ! আমি যে অজ্ঞানের বশীভূত হইয়া বিদেশ যাত্রায় অনভিমত রুরিয়াছিলাম, তাহা এক্ষণে গোপাল ও কামিনীর কথা শুনিয়া দূরীভূত হইয়াছে।