পাতা:গোপাল কামিনী.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । কথারম্ভ । سیستمهچیسه পূৱে এই কৃষ্ণনগরে নিতানন্দ ঘোষ মামে এক গৃহস্থের বাস ছিল । সে আমাদের প্রতিবাসী ইহা ৰলিলেও বলাষায় । আমাদের বাটার ঠিক পূর্বদিকে অদূরেই তাহার ঘর ছিল। তাহার চারি পুএ এবং চারি কন্যা, সৰ্ব শুদ্ধ তিন চারি ভগিনী, ভাগিনেয়ী প্রভৃতি কতক গুলি কুপোষ্যবৰ্গকেও তাহাকে ভরণ পোষণ করিতে হইত। তদ্ব্যতীত বৃদ্ধ মাতা এবং আপনার দুই স্ত্রী পুৰুষ ছিল। নিতাই ঘোষের বিষয় কিছু মাত্র ছিল না। সে লোকের ঘর হাইয়া, এবং ভার বহিয়া দিন গেলে তিন চারি জানা উপার্জন করিত এবং তাহারই অবলম্বনে কেবল সেই বৃহৎ সংসারটি অতি