পাতা:গোপাল কামিনী.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । 久》 গোপাল ও কামিনী সেই যামিনীযোগে আপন জনক জননী ও অন্যান্য পরিবারবর্গকে সম্মত করিয়া শয়ন করিতে গমন করিল। দেখিলে বাছা প্রদত্ত ! গোপাল ও কামিনীর কত দূর বিবেচনা এবং কি পর্যন্ত সাহস ! যাহার সদ্বিবেচনা সাহস প্রভৃতি গুণ না থাকে তাহার জন্মই নিরর্থক সাহস না থাকিলে মনের মহন্তু কদাচ জন্মে না। আর তাদৃশ মহত্ত্ব ব্যতিরেকে লোকে কখন সমুন্নতি প্রাপ্ত হয় না। হিতোপদেশে কহিয়াছেন, “লক্ষ্মী সাহসীন পুৰুষকে সেবা করিতে কখন ইচ্ছ করেন না” । আরো কহিয়াছেন, • আলস্য, স্ত্রৈণভাব, চিররোগ, জন্মভূমিতে বাৎসল্য, তন্ত্রা, এবং অতি ভীৰুস্বভাব এই ছয়টি মহত্ত্বের ব্যাঘাত স্বৰূপ"। বাছ প্রদত্ত! তুমি যে জন্মভূমি ছাড়িতে চাহিতেছ না, ইহাতে তোমার মহামহিম হইবার নিতান্ত ব্যাঘাত সম্ভাবনা দেখিতেছি। বিশেষতঃ বিষয়ী লোকেরদের সাহস ও উদ্যোগ এবং উৎসাহ না থাকা বড় অল