পাতা:গোপাল কামিনী.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । ॐ२.१ হাদের নিকটইইতে বিদায় লইয়া যাত্রা কৱিল । * তখন নিতাই ঘোষের এমন ক্ষমতা হুইল না যে গোপাল কামিনীকে কিঞ্চিৎ পথ খরচ বলিয়া দেয় । ইহাতে তাহার মনেও ক্ষোভ জন্সিয়াছিল। ইতিপূর্বে গোপাল ও কট মিনী একটি শুক পক্ষী পোষিয়াছিল,প্রস্থানকালীন তাহার কেবল সেই পিঞ্জরস্থ পক্ষীটি মাত্র সমভিৰ্যাঙ্কারে লইয়া বহির্গত হইল । পরে । নিতাই ঘোষের স্ত্রী পুৰুষে দিন দুই তিন কাল শোক সন্তাপ এবং নানা প্রকার ভাবনা চিন্তা করিয়া ক্ষান্ত হইল । সংসার নির্বাহ করণের জালায় ব্যতিব্যস্ত হইয়া ক্ৰমাগত শোক্স করিয়া বসিয়া থাকিতে গেলে তাহারদের চলিবে কেন ? সুতরাং কাজে কাজেই তাহ+ দিগকে মনে প্ৰবোধ দিয়া ক্ষান্ত হইতে হইল । ফলে তাহাদের মনের কিছু দৃঢ়ত ছিল তাহ নহিলে সহসা তেমন দুঃখ সংবরণ করা কাহা রে। সাধ্য হয় না। :