পাতা:গোপাল কামিনী.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । \09 কহিল ; হে দেখ। আমাদের এখানে মধ্যাকুকালে কতক গুলি অতিথি আসিয়াছিলেন. তাহাদের রন্ধনও আহারাদিকরাতে অতিথিশালার ঘরখানি মত্যন্ত অপঞ্জিত হইয়া রছিয়াছে । আমাদিগকে নানা ঝঞ্ঝাটে ফিরিতে হয় বলিয়া বৈকালে তাহা মার্জন করিতে বিস্মৃত হইয়াছি। এবেলায় আবার কতক গুলি অতিথি আসিয়াছেন এবং আহারাদিও করিবেন। স্থানটি অপরিষ্কৃত বলিয়াই তাহাদের আহারাদির আয়োজন এতক্ষণ পৰ্য্যম্ভ হয় নাই । কৰ্ত্ত মহাশয় তাকাদের জন্য সাতিশয় ব্যস্ত হইয়াছেন, এবং আমাকে কহিলেন যে অতিথি সেবার ভাল ২ দুব সামগ্ৰী বাজার হইতে কিনিয়া আন । অতএব কখন বা সেই গৃহ মাজনা করি এবং কখনইবা বাজারে যাই । আমার মরিবারও "একটু অবকাশ নাই । সে যাহাহউক, এখন তোমর উভয়ে মিলিয়া যদি সেই ঘরখানি শীঘ্র ২ পরিষ্কার করিয়া দেও, তাহা হইলে আমি কৰ্ত্তাকে বলিয়া তোমাদিগকে যাইবার সময়ে যৎ ঘ