পাতা:গোপাল কামিনী.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । ৬ ? দেখিতে পাই, তাহা হইলে তাহাদিগকে নোট খানি প্রত্যুপণ করিয়া আসিব। এজন্য দিবা রাত্রি আমার হূদয়ে যেন শেল বিদ্ধ হইতেছে। অতএব আজি সকাল ২ আহার করিয়াছি, তাহদের অনৃেষণ করিতে বাহির হইব, তুমি সেই নোট খানি দাও”। কামিনী দাদার কথা শুনিবামাত্র তখনি অমনি নোট খানি বাহির করিয়া তাহার হস্তে সমপণ করিল এবং কছিল ণ দাদা । আমি বাসাতে একাকিনী রছিলাম, দেখিও যেন আর কোথায় যাইয়া বিলম্ব করিও না” । গোপাল দশটার সময়ে বাছির হইল, এবং পুচণ্ড রেজে জ্বক্ষেপ না করিয়া সেই নোটখানি লইয়া এ পথ সে পথ দিয়া অনুেষিয়া বেড়াইতে ২ বেলা তিনটার সময়ে লালবাজারের চতুষ্পথে যাইয়া উপস্থিত হইল। তথায় নি। কটেই এক খানি সুবর্ণবণিকের দোকান আছে দেখিয়া, সে মনে ২ ইচ্ছা করিল যে, অত্যন্ত পিপাস হইয়াছে এই দোকানে যাইয়া একটু জল খাইয়া আসি । মনে ২ এই ৰূপ বাসনা