পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

No 8 গোবিন্দ লীলামৃত । হস্ত পদ্ম ধনীবারে। এক চক্ষে সখী মুখ ধনী নিরীক্ষয় । আর চক্ষারুণাঞ্চলে কৃষ্ণ মুখ চায় রোদনের সঙ্গে হাস্য গদগদ বাণী। তজ্জন করয়ে কৃষ্ণে ভৎসে চর্ষ মানি। প্রণয়ের সুখ হৈতে বাম্য উপজিল। কৃষ্ণ করে নিজ কর তাড়ন করিল। দুই হস্ত পদ্মে শব্দ করয়ে কঙ্কণ। অনিলে চঞ্চল পদ্ম শব্দ অলি যেন ॥ললিত আসিয়া মধ্যে কৃষ্ণ নিবারিল৷ পঞ্চদেব পূজা কৃষ্ণে কুন্দলত বৈল। কৃষ্ণ কহে কন্দৰ্পের যজ্ঞ আচরণে। কুন্দ লত হও তুমি পুজা অধিষ্ঠানে। কুদলত কহে আমি পুজা নাহি জানিনাদীমুখীমুখে পুৰ্ব্ব শুনিয়াছি আমি। অত্যন্ত গোপন কথা শুনদিয়া মন। আমার দেবর তুমি কহি তেকারণ। রাই বাম কুচকুম্ভে হস্তপদ্ম দিয়া । মন্ত্রপাঠ কর নমঃ গণে শায় বলিয়া 11অন্য কুচ তবে নিজ হস্ত পদ্ম ধর । নমঃ শিবায় বলি মন্ত্র উচ্চারণ কর। কৌটিল্যভ শিব তার পুজা কর দঢ় । চণ্ডিকায়ৈ নমঃ এই মন্ত্র পাঠকর। এক করে বেণী মূলে চিৰু কে অন্য কর । ধনী মুখপদ্মে নিজ মুখপদ্ম ধর । নমো বিষ্ণবে বলি মন্ত্র উচ্চারহ। অরুণ অধর তবে অর্চন করশ্ন ৷ অধর বাঙ্গুলি নিজ দন্ত কুন্দ দিয়াrমন্ত্র পঢ় নমঃ সাবিব্রায় যে বলিয়া। তবে কৃষ্ণ পুজা বিধি আরম্ভ করিতে । শ্রীরাধিক লাগে কুন্দলতাকে ভৎসিতে ॥ কর্ণের উৎপল দিয়া তাড়ে কুন্দলতা 1 তাহা দেখি সখীগণে কহে কৃষ্ণে কথা । কন্দপের যজ্ঞারম্ভে বিঘ্ন শান্তাইতে। পঞ্চদেব পুজা আমি লাগিল করি তে দেখ তোমার সর্থী অতি ক্রোধাবিষ্ট ইয়্যা । ভৎসন করয়ে কারে না জানিল ইহা সখীসর হাস্যাননে মিথ্যাটোপ কথা। কুন্দলত প্রতি কহে হঞা দৃগেঙ্গিত ৷ পতি পত্নী বদ্ধাঞ্চল যজ্ঞের বিধান। তাহ বিনু যজ্ঞারম্ভে নহে ভাল কাম।