পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ লীলামৃত। پ • دْ অথেঙ্গিতজ্ঞ কিলকুন্দবল্পী, সৰ্ব্বেষ্টদানন্দ মখক্রিরায়াং । বিমাদ্বিষীদন্ত মিকাভুপেন্ড, স্বয়ং বিধম্নেব তদাহ কঞ্চৎ ৷ 4. জয়২ গৌরচন্দ্ৰ সৰ্ব্ব রসধাম । জয়২ দীনবন্ধু গদাধর প্রাণ জয় ৰূপ সনাতন এদীন বৎসল । তোমা দোহ নামে প্রেম উপজে অন্তর ৷ জয় জয় রঘুনাথ শ্ৰীভট গোপাল ৷ শ্ৰীজীব গোসাঞি জয় এদীন দয়াল ৷৷ জয় রঘুনাথ দাস জয় ব্ৰজবাসী জয় গেীর ভক্তবৃন্দ সৰ্ব্ব গুণ রাশি ৷৷ জয়২ রাধাকৃষ্ণ ভকত একান্ত । সবে পদরজ দেহ মোর শিয়োপান্ত ॥কহিব অপুৰ্ব্ব কথা কৃষ্ণের বিহারে। শ্রবণ পরশ মাত্রে সর্বচিত্ত হরে ৷ কুন্দ লত জানে সব কৃষ্ণের ইঙ্গিত । কৃষ্ণকে বিষন্ন দেখি হইল বি স্মিত। আপনে বিষন্ন প্রায় হইয়। চিন্তয় । সৰ্ব্বেষ্টদা যজ্ঞে কেন বিঘ্ন উপজয়। কৃষ্ণকে কহয়ে তুমি হও পশুপতি। লীলায় কন্দপ নাশ হৈল যজ্ঞ আতি । দেবতার কৰ্ম্ম নাশে ফল লভ্য নয় । অতএব অন্য ধৰ্ম্ম ত্যজহ নিশ্চয় । প্রণয়েতে পর বশ যে ধৰ্ম্ম তোমার । সেই ধৰ্ম্মে মন দেহ এই সে বিচার। কৃষ্ণ কহে ভাল কুন্দলত যে কহিলে । প্রাচীন লোকেত শিব করি মোরে বলে। আপন পত্নীকে তেহ নিজ অঙ্গ দিল। সেই ধৰ্ম্ম এবে আমি অঙ্গীকার কৈল । কিন্তু তিহে দিল তারে অ দ্ধেক শরীর। সৰ্ব্ব অঙ্গ দিব আমি মন করি স্থির। দাতা প্রেম বশ আর বৈদগ্ধী,আমার। এই সব কীৰ্ত্তি যেন ঘোষয়ে সংস+ র। ইহা শুনি সাবধান স্ত্রীরাধিক হৈল । রাই আলিঙ্গিতে কৃষ্ণ-অলক্ষিতে আইলা । আইস২ গৌরী লও আমার শরীর ঐচন্দ্রশেখর আমি অত্যন্তসুধীর lI"শুনি রাই পলায়ন উদ্যম করিতে ! হঠাৎ আসিয়া কৃষ্ণ ধরিল হন্তেতে । গদগদ বচনে